নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল
কেফায়েত উল্লাহ মিয়াজী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার আয়োজনে স্বাগত মিছিল বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বাগত মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট পৌরসভা আমির মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম, পৌরসভা শ্রমিক কল্যাণ সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা, পৌরসভা জামায়াত নেতা মাওলানা সাহাব উদ্দিন, মাওলানা নুরুজ্জামান খন্দকার, মাওলানা আবুল বাশার আজাদ, মাস্টার জাকির হোসেন, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসাইন, পৌরসভা সভাপতি সাকিব রায়হান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ