প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার ১৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মঙ্গলবার সকালে দাঁড়িয়ে মাসিক সমন্বয় সভা করেছেন উপজেলা অডিটোরিয়ামে। সভায় বসার কোন ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষককে উপজেলা পুকুর ঘাট ও বিভিন্ন দোকান পাটে বসে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বলেন, ১৫১ জন শিক্ষকের জন্য চেয়ারের ব্যবস্থা করা উচিত ছিলো। এটা কতৃপক্ষের গাপিলতি।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল আহম্মেদ বলেন, হল রুমে চেয়ার আছে এ জন্য ব্যবস্থা করা হয়নি। কিন্তু প্রোগ্রামে আসার পরে চেয়ার না দেখে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও ব্যবস্থা করা সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন বলেন, চেয়ার ভাড়া পাই নাই। আমরা দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে সভা করেছি। শিক্ষকরা দাঁড়িয়ে ক্লাস করে। আমাদের কোন শিক্ষকের এ ব্যাপারে অভিযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, আয়োজকদের ব্যর্থতায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech