মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট টাওয়ার হাসপাতাল দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের নাঙ্গলকোট টাওয়ার হাসপাতালের মালিকানা ও হিসাব নিকাশের দ্বন্দ্বে দীর্ঘদিন যাবৎ হাসপাতালটি বন্ধ থাকায় হাসপাতালের আসবাবপত্র হাসপাতালেই রক্ষিত থাকে। হাসপাতালটির এক সেট চাবি মালিক পক্ষের ইয়াছিন আরাফাত ও মাসুমের কাছে রক্ষিত ছিলো।
বুধবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হাসপাতালের মূল গেইটের তালা কৌশলে খোলে আল্ট্রা ও ই.সি.জি মেশিন, কম্পিউটার, প্রিন্টার, ডিবি.আর ও মনিটরসহ প্রায় কোটি টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন হাসপাতালটির মালিক পক্ষ মোঃ দয়াল খোকন।
মালিক পক্ষের দয়াল খোকন বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি হাসপাতালের মূল ফটকের তালা খোলা, ভিতরে প্রবেশ করে দেখি আল্ট্রা ও ই.সি.জি মেশিন, কম্পিউটার, প্রিন্টার, ডিবি.আর ও মনিটরসহ প্রায় কোটি টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে। পরে থানায় অভিযোগ করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
ভবন মালিক মোবারক হোসেন বলেন, আমি সকালে এসে দেখি ভবনের মূল গেটের তালা নেই।তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গদের ঘটনাটি অবহিত করি। পরে থানা পুলিশ এসে হাসপাতালটি পরিদর্শন করেন।
নাঙ্গলকোট থানা ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আপনারা জানেন হাসপাতালটির মালিকানা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং তা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, সব কিছু বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com