মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস সোমবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে র্যালী বের করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা হানাদারমুক্ত হয়, ওই দিন অগ্রসরমান মুক্তি বাহিনীর আগমনের খবরে ভীত হয়ে এ উপজেলা হতে পাক হানাদার বাহিনী পালিয়ে যায়। তৎকালীন চৌদ্দগ্রাম ও লাকসাম থানার সব সেক্টর কমান্ডারের নির্দেশে বর্তমান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকির হাট থেকে বীর মুক্তিযোদ্ধারা নাঙ্গলকোট অভিমূখে আসতে থাকেন। এ সংবাদে পাক বাহিনী ভীত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নাঙ্গলকোট ত্যাগ করে। একই সময়ে ক্যাপ্টেন ইনামুল হক ও তার বাহিনী নাঙ্গলকোটের পরিকোট ব্রিজ, মেজর কাদের জেলার বিজয়পুর ব্রিজ উড়িয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী আরো ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে বাধ্য হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, রুহুল আমিন, মাঈন উদ্দিন প্রমুখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com