নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২১

নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সাফায়েত উল্লাহ মিয়াজী।।

নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা, বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান শনিবার চট্টগ্রাম হালদি এরাবিয়ান রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মওদুদ আহম্মদ ভূঁইয়া সহকারী কর কমিশনার কর অঞ্চল-১০ ঢাকা। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মদ ভাইস প্রিন্সিপাল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শাহরিয়ার তানিম এডভোকেট জজ কোর্ট চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাছুম বিল্লাহ রিলিজিয়ন কাউন্সেলর বাংলাদেশ সেনাবাহিনী। মোঃ মোহতাসিম বিল্লাহ লেকচারার ব্রিটেনিয়া ইউনিভার্সিটি কুমিল্লা। আমান উল্লাহ মিয়াজী সাবেক সাধারণ সম্পাদক নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম সভাপতি নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চবি। বার্ষিক সাধারণ সভায় প্রাণবন্ত সঞ্চালনা করেন মোঃ মাজেদুল হাসান সাধারণ সম্পাদক নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চবি।

এছাড়াও বার্ষিক সভায় ২০২১-২২ সালের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হন ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ সেশনের মোঃ মাজেদুল হাসান। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় ইইই বিভাগের ২০১৫-১৬ সেশনের মোঃ জাহিদুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ