নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি’র আলোচনা সভা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি’র আলোচনা সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির আলোচনা সভা মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট রৌশন-রফিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জামান্স ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরুজ্জামান।
নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতিরর প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ নূর উল্লাহ মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার চাঁদ মিয়া মনির, সিটি হাসপাতাল চেয়ারম্যান আব্দুল বারিক,  নোভা হসপিটাল চেয়ারম্যান প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল ইসলাম স্বপন, বাঙ্গড্ডা আস সিফা হাসপাতাল পরিচালক কাউসার আলম প্রমুখ।
 সভায় আলোচনা পর্যালোচনা শেষে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি’র গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণার সিন্ধান্ত গৃহীত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ