নাঙ্গলকোট দৌলতপুর আদর্শ স্কুলে রাতের আঁধারে চুরি ও ভাঙচুর 

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

নাঙ্গলকোট দৌলতপুর আদর্শ স্কুলে রাতের আঁধারে চুরি ও ভাঙচুর 

মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নের দৌলতপুর আদর্শ স্কুলে শুক্রবার রাতের আঁধারে চুরি ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়;দৌলতপুর আদর্শ স্কুলে শুক্রবার রাতের আঁধারে দরজার সিটকিরি ও তালা ভেঙে ২০২৩ সালের ভর্তির কাগজপত্র,পঞ্চম ও অষ্টম শ্রেণির সার্টিফিকেট নতুন ভর্তি ও বই বাবদ প্রায় ৬০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র বই বারান্দায় পুড়ে ফেলে।

 

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন;রাতের আঁধারে দুর্বৃত্তরা অফিস কক্ষে ঢুকে ভাঙচুর করে এবং বইপত্র ছিড়ে ফেলে নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় আমি স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য।

 

বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল খালেক ভূইয়া বলেন;এটি একটি পূর্বপরিকল্পিত কাজ,এর আগেও কয়েক দফায় চুরির ঘটনা ঘটে আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার সাথে প্রশাসনের দৃষ্টি কামনা করি।

 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন;বিষয়টি আমি শুনেছি থানায় লিখিত অভিযোগ হলে দ্রুত সঠিক তদন্তের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ