কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দাবিতে বুধবার দিনব্যাপী সহস্রাধিক মোটরযান নিয়ে নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মোটর শোভাযাত্রা করেন। নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সকালে মোটর শোভাযাত্রা শুরু করে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান-প্রধান সড়ক ঘুরে বিকালে লালমাই উপজেলায় যান। লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে রাতে পুনরায় নাঙ্গলকোট বাজারে এসে শোভাযাত্রা শেষ করেন।
মোটর শোভাযাত্রা শুরুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, যখন আওয়ামীলীগের সন্ত্রাসী ও আওয়ামী প্রশাসনের ভয়ে কেউ দলের পরিচয় দিতে রাজি হতো না, তখন আমি পর-পর ২বার নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছি এবং তাদের হামলা মামলায় পাশে থেকে সহযোগিতা করেছি। দলের সিদ্ধান্তে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করে নিজের কোটি-কোটি টাকা খরচ করে দলের নেতাকর্মীদেরকে সাপোর্ট দিয়েছি। অথচ প্রাথমিক মনোনয়নে আমার নাম ঘোষণা করা হয়নি। এখন আমি সহ আমার নেতাকর্মীরা নিজ ঘরেই পরবাসী। আমি প্রত্যাশা করি চূড়ান্ত মনোনয়নে আমার ত্যাগের মূল্যায়ন করে দল আমাকে কুমিল্লা-১০ আসনে ধানের শীষের মনোনয়ন দিবেন। যদি আমি মনোনয়ন পাই তাহলে নাঙ্গলকোটের সকল গ্রুপের নেতাকর্মীদের সমন্বয় করে এই আসনটি বিএনপিকে উপহার দিব। আর যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে যেন সব গ্রুপের সম্পর্ক উন্নয়ন করে ধানের শীষের প্রশ্নে এক করার সিদ্ধান্ত গ্রহণ করেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। যদি সব গ্রুপ এক না হয় তাহলে এ আসনে ধানের শীষের পরাজয় হবে, অন্যদের আবির্ভাব হবে।