নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল আফসার নয়নসহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দকে মক্রবপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে কালেম আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সদস্য ও মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব নূরুল আফসার নয়ন।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগঠিত নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, পৌরসভা সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, সদস্য মামুনুর রশীদ, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কবির খান,  ৩নং ওয়ার্ড সভাপতি এস এম হেলাল, ৮নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম বাদল, ৯নং ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে মক্রবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,  ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ