নাঙ্গলকোট উপজেলা আ’লীগ নেতা এম এ হামিদের নির্বাচনী পথ সভা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

নাঙ্গলকোট উপজেলা আ’লীগ নেতা এম এ হামিদের নির্বাচনী পথ সভা

মাঈন উদ্দীন দুলাল- নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা সাবেক চেয়ারম্যান ও পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভা শুক্রবার রাতে ইউনিয়নের চাঁন্দপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এম এ হামিদ।
নির্বাচনী প্রচারনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চান্দপুর ওয়ার্ড আ’লীগ সভাপতি আবুল কাশেম কন্ট্রাক্টর, সহ-সভাপতি মুস্তফা কামাল, সাবেক মেম্বার আবুল হোসেন জালালী, পেরিয়া ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরুল হক এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কোরবান আলী, ইউনিয়ন যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, আ’লীগ নেতা আলী নোয়াব, আবুল খায়ের, ওলামালীগ নেতা রবিউল হক খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন আহবায়ক হেদায়েত উল্লাহ, শিমুল, মনজুরুল ইসলাম শামীম প্রমুখ।
এছাড়া, একই দিন এম এ হামিদের সমর্থনে ইউনিয়নের পেরিয়া, গাংরাইয়া, চান্দপুর গ্রামে গণমিছিল করে স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সাধারণ জনতা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ