নাঙ্গলকোটে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা 

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

নাঙ্গলকোটে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা 
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ৪জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষকগণ হলেন হাফেজ নুরুল আলম, কাজি নাদিউল হাছান, শাহিদা আক্তার ও শামীমা আক্তার।
বেগম জামিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসীম উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও বেগম জামিলা উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি একেএম মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান।
বিদ্যালযের সিনিয়র শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পরিচালক সাখাওয়াত হোসেন শাহিন। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের হাতে নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ