নাঙ্গলকোটে ৩ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

নাঙ্গলকোটে ৩ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

মাঈন উদ্দিন দুলাল-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার ৩ ভোট কেন্দ্র ও ভোট কেন্দ্র ভেবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোট কেন্দ্র ভেবে কান্দাল দাখিল মাদরাসায় এ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে ভোট কেন্দ্র গুলোতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীকে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসমাইল হোসেন বলেন, অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের বিষয়টি জেনেছি, খোঁজ নিয়ে দেখছি।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ