নাঙ্গলকোটে ২শতাধিক পরিবারে জামায়াতের ইফতার উপহার বিতরণ

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৪

নাঙ্গলকোটে ২শতাধিক পরিবারে জামায়াতের ইফতার উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের উদ্যোগে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২শতাধিক পরিবারে ইফতার উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি মিলনায়তনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সূরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি শিক্ষাবিদ ও সমাজ সেবক মাওলানা নুরুল ইসলাম হাসান।
জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি সামছু উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সধারণ সম্পাদক শাহ আলম চিশতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবর ঢালুয়া ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ওমান প্রবাসী জামায়াত নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, সৌদিআরব প্রবাসী জামায়াত নেতা শফি উল্লাহ, বক্সগঞ্জ ইউনিয়ন চাঁন্দপুর ওয়ার্ড সভাপতি আবুল কালাম, বক্সগঞ্জ ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুছ মোল্লা, বানাবাড়িয়া ওয়ার্ড সভাপতি শেখ ফরিদ, বড়কালি ওয়ার্ড সভাপতি মহি উদ্দিন সোহাগ, শুভপুর ওয়ার্ড সভাপতি মেসবাহুল ইসলাম নয়ন, আলীয়ারা ওয়ার্ড সভাপতি গাজিউল হক, সৌদিআরব প্রবাসী জামায়াত নেতা ওমর ফারুক, ব্যবসায়ী আজিজুল হক রিপন, মদনপুর ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক পরিবারের প্রতিনিধিদের হাতে ইফতার উপহার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ