মাঈন উদ্দিন দুলাল- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে কুমিল্লার নাঙ্গলকোট শাখার আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রবিবার বিকালে মোবারক র্যালী, আলোচনা সভা ও ছাত্র হিযবুল্লাহ’র উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট জামান’স ক্লিনিক মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক র্যালিটি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুল হান্নান।
নাঙ্গলকোট খানকায়ে মুহেব্বিয়া কমপ্লেক্স মাদ্রাসা শিক্ষক মাওলানা ইউসুফের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি ওবায়েদ উল্লাহ সালেহী, উপজেলা আদর্শ ক্লাব সভাপতি বাছির আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ যুব হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মূফতি মাওলানা সামছু উদ্দিন, যুব হিযবুল্লাহ পৌরসভা আহবায়ক ইউনুছ মিয়া নোমান, ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাছুম বিল্লাহ, ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা সভাপতি শরীফ হোসাইন, তথ্য প্রযুুক্তি সম্পাদক ফখরুল ইসলাম রাসেল প্রমুখ।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com