নাঙ্গলকোটে হত দরিদ্রদের মাঝে সেনেটারি ল্যাট্রিন ও নলকূপ হস্তান্তর 

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

নাঙ্গলকোটে হত দরিদ্রদের মাঝে সেনেটারি ল্যাট্রিন ও নলকূপ হস্তান্তর 
নাঙ্গলকোট( কুমিল্লা) প্রতিনিধি- কুমিল্লার নাঙ্গলকোটে মানবকল্যাণ সংস্থা( মার্কস)  কুমিল্লার বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হৃত দরিদ্রদের মাঝে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপকারী ভোগীদের প্রশিক্ষণ প্রদান ও স্থাপিত সেনেটারি লেট্রিন ও নলকূপ হস্তান্তর মঙ্গলবার নাঙ্গলকোট একরামুল হকের বাড়িতে অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান গোলাম  সরোয়ার ভূঁইয়ার সভাপতিত্বে     প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার  রাশেদ মিয়াজী। মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীম উদ্দিন খোকার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ জোবায়দা হান্নান  স্কুল এন্ড কলেজ সাবেক অধ্যক্ষ ডক্টর  রুহুল আমিন ভূঁইয়া, সাংবাদিক মাঈনউদিদন দুলাল, সাংবাদিক সাইফুল ইসলাম, কাজি জসিম উদ্দিন, মাহবুবুল হক প্রমুখ।অনুষ্ঠানে ৭টি পরিবারে মাঝে  স্যানিটারী ল্যাট্রিন ও টিউবওয়েল প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ