কেফায়েত উল্লাহ মিয়াজী: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার নাঙ্গলকোট শাখার উদ্যোগে “স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট” পশুর হাটে ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট শাখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এফএভিপি ও নাঙ্গলকোট শাখা প্রধান মোহাম্মদ আবু নাইম। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন শাখা ম্যানেজার অপারেশন হোসাইন সরওয়ার্দী। ইসলামী ব্যাংক সিনিয়র অফিসার ও নাঙ্গলকোট শাখা জেনারেল ব্যাংকিং ইনচার্জ মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাটোয়ারী এগ্রো ফার্ম স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম পাটোয়ারী, ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা বিনিয়োগ ইনচার্জ ফয়সাল আহমেদ ভূঁইয়া, জুনিয়র অফিসার ও শাখা এডিসি ইনচার্জ শরীফ মিয়া। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাঙ্গলকোট শাখা আর ডি এস ইনচার্জ নুর মোহাম্মদ। অনুষ্ঠানে পশুর হাটে নগদ লেনদেন না করে কিউআর কোডে’র মাধ্যমে ডিজিটাল লেনদেন করার আহবান জানান বক্তারা। এছাড়াও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক শ’ টাকায় ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখায় ব্যবসায়ীক একাউন্ট খোলে দেয়া ও কিউআর কোড কার্ড করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com