বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে এ প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে র্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।
নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবেদীন হিরন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, মহি উদ্দিন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন রনি।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিম আহমেদ, শাহাদাত হোসেন মোল্লা, মহিন উদ্দিন, বাহার, সাব্বির, ইমরান, কাউছার, আব্দুর রহিম, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন আরাফাত, কামরুল ইসলাম, আকবর, আব্দুল আলি, আব্দুল মমিন, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, আফসারুল উলুম কামিল মাদ্রাসা সভাপতি জিয়াউর রহমান বিপ্লব, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাস্তার পাশে ফলজ বৃক্ষরোপণ ও নাঙ্গলকোট সরকারি কলেজ প্রধান ফটক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।