কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র চিকিৎসক সংগঠন ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামান স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিল বুধবার সকালে খান বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠানে নাঙ্গলকোটের বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষক, মসজিদের ইমাম-খতীবসহ এলাকার আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার কামারুজ্জামানের ছোট ভাই ইঞ্জিনিয়ার মাহবুবুজ্জামান, ছেলে ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু, ভাতিজা নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান, মেয়ের জামাতা জামিল হাসান, ক্রীড়া সংগঠন ও রাজনীতিবিদ আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি আবু তৈয়ব মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জৈইনপুর দরবারের পীর।এছাড়াও সম্প্রতি ডাক্তার কামারুজ্জামানের মাগফিরাত কামনায় নাঙ্গলকোট উপজেলার সকল এতিমখানা মাদরাসার এক হাজার ৫শ’ শিক্ষার্থীকে ১বেলা খাবার প্রদান করা হয়।