নাঙ্গলকোটে সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

নাঙ্গলকোটে সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

কেফায়েত উল্লাহ মিয়াজী :
নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডাক্তার একে এম কামারুজ্জামানের পিতা সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাসান আহম্মেদ মজুমদার।
নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক আলী আক্কাসের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, ক্রীড়ানুরাগী আমিনুল হক মাওলা, শ্রমিক নেতা আবু তৈয়ব মজুমদার, নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ লাইব্রেরীয়ান এ টি এম জিয়াউল হক।
অনুষ্ঠান শেষে মরহুম হাসানুজ্জামান খানের আত্মার মাগফিরাত কামনায় ও ডাক্তার একেএম কামারুজ্জামানের নেক হায়াত ও সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ মসজিদ ইমাম মাওলানা রোকন উদ্দিন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ