প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
নাঙ্গলকোটে সাথী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের পুঁজকরা গ্রামের সাথী আক্তার (২৪) হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে শনিবার বিকেল ৫ টায় নোয়াখালি-কুমিল্লা আ লিক মহাসড়কের জেঠার দোকান নামক স্থানে সাথীর পরিবার ও পূজকরা গ্রামবাসীর আয়োজনে শতশত নারী-পুরুষ মানববন্ধন করেছে। মানবন্ধনে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দাবি সাথীকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামীর পরিবারের লোকজন। এবিষয়ে নিহত সাথীর মা নয়ন বেগম বলেন - আমার মেয়েকে তার স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সে কখনো আত্মহত্যা করতে পারেনা, সে সু-শিক্ষিত মেয়ে, তার আত্মহত্যা করার কোন কারণ নেই, আমি হত্যা কারীদের ফাঁসির দাবি জানাই।
স্থানীয় দুই মেম্বার শাহাজান ও দেলোয়ার হোসেন বলেন, পুঁজকরা গ্রামের মৃত গোলাম মোস্তফা সেলিমের মেয়ে সাথী আক্তারের সাথে একই গ্রামের আব্দুল গফুরের ছেলে ওমান প্রবাসী হারুনুর রশিদের সাথে বিয়ে হয়। গত ৭ সেপ্টেম্বর সাথীকে পরিকল্পিত ভাবে হত্যা করে, তার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। মৃত্যুর ২ দিন পূর্বে সাথীর বাপের বাড়ি থেকে স্বর্ণ অলংকার নিয়ে আসে সাথী। মৃত্যুকালে তার ৪ বছরের ১ ছেলে , ৩ বছরের ১ মেয়ে রয়েছে। তার স্বামী ওমানে কর্মরত রয়েছে। আমরা তার হত্যার কঠিন বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন, মেম্বার দেলোয়ার হোসেন, শাহজাহান, মাঈন উদ্দিন, ওমর ফারুক, শাহজাহান চৌধুরী, সাথীর মা নয়ন বেগম, আনোয়ারা বেগম, রহিমা বেগমসহ শতশত নারী-পুরুষ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।