নাঙ্গলকোটে সরকারী গাছ কর্তন

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১

নাঙ্গলকোটে সরকারী গাছ কর্তন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট দৌলখাঁড় সড়কের পৌর এলাকার ধাতিশ্বর গ্রামে নিলাম বহিভূত ভাবে ১টি আকাশমনি গাছ কর্তনের অভিযোগ উঠেছে একই এলাকার চৌগুরী গ্রামের আলী হোসেনের ছেলে তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গাছ কর্তনের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা বন বিভাগ নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের বেশ কিছু গাছ’সহ ১৮টি গাছ নিলামে বিক্রি করা হয়। গাছ ক্রেতা তোফায়েল আহম্মেদ ধাতিশ্বর গ্রামে উল্লেখিত ২টি আকাশমনি গাছের স্থলে ৩টি গাছ কর্তন করে নিয়ে যায়। এব্যাপারে ধাতিশ্বর গ্রামের আব্দুস সাত্তার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত তোফায়েল আহম্মেদ বলেন, আমি গাছ কাটার সময় ১টি গাছ ভেঙ্গে যায়। পরে উপজেলা বন কর্মকর্তা গিয়ে গাছ গুলো নিয়ে আসে।
উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খন্দকার বলেন, নিলামে ওই গ্রামের ২টি আকাশমনি গাছ বিক্রি করেছি, কিন্তু সে ৩টি গাছ কেটে ফেলে। আমি অতিরিক্ত গাছটি উদ্ধার করে উপজেলা বন কার্যলয়ের সামনে এনে রেখেছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ