প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৭:৫৬ পূর্বাহ্ণ
নাঙ্গলকোটে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ
মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোটে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, বাকের আহমেদ নামক এক ডিলারের বিরুদ্ধে, বাকের উপজেলার মৌকরা ইউপির বিষ্ণুপুর গ্রামের বাচ্চু প্রকাশ সুরুজ মজুমদারের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২৭-২৮ কেজি চাল বিতরণ করা হচ্ছে। তবে ডিলার বাকের আহমেদ চাল কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার) আনিসুর রহমান অভিযোগের সত্যতা পেয়ে চাল বিতরণ বন্ধ করে দেন। উপজেলার মৌকরা ইউপির চাঁন্দগড়া মিয়ার বাজারের ডিলার বাকের আহমেদ মজুমদারের আওতায় ২৭৪ জন হতদরিদ্র উপকারভোগী কার্ডধারীকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ করার কথা রয়েছে। শুক্রবার ১৫৭ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।
এ-সময় ভোক্তারা চাল কম পাওয়ার বিষয়ে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাল বিতরণ বন্ধ করে দেয়। ভোক্তারা জানান, আমাদের থেকে ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু প্রতি বস্তায় ২-৩ কেজি চাল কম পাচ্ছি আমরা। তবে অনিয়মের বিষয়টি অস্বীকার করে ডিলার বাকের আহমেদ বলেন, " খাদ্যগুদাম থেকে চাল যা দেওয়া হয়েছে, আমি তাই বিতরণ করছি"। উপজেলা একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার) আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পাশাপাশি শুক্রবার চাল বিতরণের নিয়ম নেই। ডিলারের কাছে চাল মাপার কোন স্কেলও পাওয়া যায় নি। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বলেন, তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।