নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র হাবিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের শফিকুর রহমানের পুত্র শহিদুল ইসলাম সুমনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার ভোরেূূ।
স্থানীয় ও ভূক্তভোগী হাবিবুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যায় বায়রা গ্রামের শহিদুল ইসলাম সুমন, জসিম উদ্দিন সিয়াম, হাবীবুর রহমানের দালান ঘরের ৩টি মূল্যবান সিসি ক্যামেরা ভাংচুর করে পেলে। পরের দিন শনিবার ফজরের নামাজের পর তাহারা বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নিয়ে যায়। ওই সময় হাবীবুর রহমানের মাতা হাছিনা বেগম বাধা প্রদান করলে সুমন ও জসিম উদ্দিন তাকে মারধর করে আহত করে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা থাকায় শহিদুল ইসলাম ৪এপ্রিল আদালতে হাজিরা দিতে গেলে আদালত জেল হাজতে প্রেরণ করে। ৯এপ্রিল জামিনে মুক্তি লাভ করে এ ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ