ছাদ বাগানে সবজি তুলতে গিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বড় ফতেপুর গ্রামে এক প্রবাসীর ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাসী নাছির উদ্দিন মজুমদার (৪৫) ওই গ্রামের মজুমদার বাড়ীর মৃত মাস্টার ছেরাজুল হক মজুমদারের ছেলে। শুক্রবার দুপুরে নিজ ঘরের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৃতের স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বড় ফতেপুর গ্রামের মৃত মাস্টার ছেরাজুল হক মজুমদারের ছেলে প্রবাসী নাছির উদ্দিন মজুমদার শুক্রবার দুপুরে রান্না করার জন্য সবজি তুলতে নিজ ঘরের ছাদ বাগানে যান। এসময় অসাবধানতা বসত পা পিচলে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত প্রবাসী নাছির উদ্দিন দু’ কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com