বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ শনিবার সকালে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক ডক্টর আজগর আলী, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার এ কে এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন হায়দার, দপ্তর সম্পাদক ইকবাল মাহমুদ, কুমিল্লা মহানগর পরিবহন শ্রমিক বিভাগ সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম, নাঙ্গলকোট পৌরসভা সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাস্টার সোলাইমান, নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিশতি, শ্রমিক নেতা সাহাব উদ্দিন। এছাড়াও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকার অনুমোদিত নির্মাণ শ্রমিক, দোকান মালিক কর্মচারী, দর্জি শ্রমিক ও পরিবহন শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠন গুলোর তালিকাভূক্ত সদস্যগণের প্রকাশ্য ভোটে বিজয়ীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
সমাবেশ শেষে অসুস্থ শ্রমিকদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।