নাঙ্গলকোটে শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল উপহার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

নাঙ্গলকোটে শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল উপহার

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে শীতার্তদের মাঝে কম্বল উপহার বিতরণ করা হয়। জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ মজলিশে শুরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি বিশিষ্ট আলেমেদ্বীন শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান।
জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাস্টার সাইদুল হকের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম চিশতি, বক্সগঞ্জ ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, ওমান প্রবাসী হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির বক্সগঞ্জ ইউনিয়ন সাবেক সভাপতি ফয়েজ কবির মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী আব্দুর রশিদ, মদনপুর ওয়ার্ড জামায়াত সভাপতি কামাল উদ্দিন, চাঁদপুর ওয়ার্ড সভাপতি আবুল কালাম, অষ্টগ্রাম ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল হাই, বক্সগঞ্জ ওয়ার্ড সেক্রেটারি নাছির উদ্দিন লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষদের মাঝে কম্বল উপহার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ