কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটে গাংরাইয়া লেফটেন্যান্ট শহীদ তমিজ উদ্দিন ফাউন্ডেশনের
উদ্যোগে পেরিয়া ইউনিয়নের গাংরাইয়া গ্রামে প্রায় অর্ধশত পরিবারে ইফতার
সামগ্রী উপহার ও ২জনকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা
হয়েছে। সোমবার বাদ আসর গাংরাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ
উপহার ও সহায়তা হস্তান্তর করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও শ্রমিক নেতা
অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সমাজ সেবক আব্দুল ওহাব, গাংরাইয়া পশ্চিম পাড়া
জামে মসজিদ খতিব মাওলানা বাহার উদ্দিন, প্রবাসী জয়নাল আবেদীন, হাফেজ
আবুল কাশেম, আব্দুল গফুর, আবুল কালাম, মোহাম্মদ হোসেন, ব্যবসায়ী
মিজানুর রহমান, সমাজ সেবক নাজমুল হাসান, হেদায়েত উল্লাহ, আজিম উদ্দিন
প্রমুখ।
উপহার ও সহায়তা প্রদান বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন প্রবাসী আবু
ছায়েদ, নিজাম, দেলোয়ার, আনোয়ার, শাহেদ, মনোয়ার, মিজান, মুন্না, বশির,
ব্যবসায়ী মিজান, প্রবাসী শাহ আলম, সাইফুল, সাফু মজুমদার, নুরুন্নবী, শফিক,
আব্দুল মমিন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com