প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লেখক-সাংবাদিকদের সংগঠন নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ শনিবার (২৯.০৭.২৩) বিকেল ৩ টা ৩০ মিনিটে নাঙ্গলকোট বাজারের নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডার প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ইতিহাস ঐতিহ্যের নগরী লাকসাম সাহিত্য সংস্কৃতির সূতিকাগারও হিসেবে পরিচিত। সেই লাকসাম প্রায় দেড় শত বছর ধরে নবাব ফয়জুন্নেছা,ভাষাসৈনিক আবদুল জলিল,আবুল খায়ের মোসলেহ উদ্দিন,সিরাজুল ইসলাম রাহী মিনু, নুরুল হক নেভী, করুন কুমার দেব রায়, জিন্নতের রহমান, এস এম হেদায়েত, সায়েম মাহবুব, কবি এস এম আবুল বাশার এসেছেন ও এই অঞ্চলে জন্মগ্রহণ করে সাহিত্যকে উর্বর করে দিয়ে গেছেন। এই ঐতিহ্য ধরে রাখতে ও স্থানীয় ও দেশের সকল সাহিত্য-সংস্কৃতিমনাকে নাঙ্গলকোট ব্যাংক রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাহিত্য আড্ডায় এসে সাপ্তাহিক শনিবার বিকেলে এক ঘন্টা করে বিনোদন (পেতে- নিতে) গ্রহণ করতে আহবান জানাচ্ছি।’
সাহিত্য আড্ডায় কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি করেন এডভোকেট ওমর ফারুক আল নিজামী। ‘সাধারণ মানুষের কবি সায়েম মাহবুব’ নিবন্ধ পাঠ করেন কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা মো: কলিম উল্যাহ, মুহিবুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আবু ছালেহ মাসুম।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com