স্টাফ রির্পোটার: নাঙ্গলকোটের লেখকদের সংগঠন ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন’র উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা (০২.০৯.২৩) শনিবার বিকাল ৪টায় নাঙ্গলকোট বাজার এনসিসি ব্যাংকের নীচতলায় নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন অফিসে অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কলামিস্ট অধ্যক্ষ ইয়াছিন মজুমদার। তিনি বলেন- ‘সাহিত্য আড্ডা রাজধানী ঢাকা ছাড়া সচরাচর কোথাও নিয়মিত হয় না। কিš‘ উপজেলা ভিত্তিক একটি সংগঠন দীর্ঘ ১৪ বছর ধরে সাহিত্য আড্ডা ধরে রেখেছে, যা আমার কাছে সত্যি আশ্চর্যজনক মনে হ”েছ। এই জন্য নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন ধন্যবাদ পাওয়া তার প্রাপ্য ।’ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ডা. একে এম মারুফ হোসেন, আলোচনা করেন ব্যবসায়ী কলিম উল্লাহ, কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ, সভাপতি আফজাল হোসেন মিয়াজী আল্লাহু সুবহান নামে একটি গীতিকবিতা পাঠ করে শুনান। সাহিত্য আড্ডা সভাপতিত্ব করেন কবি ও লেখক আফজাল হোসেন মিয়াজী। উল্লেখ্য যে- প্রতি শনিবার বিকাল ৪টা থেকে নাঙ্গলকোট এনসিসি ব্যাংকের নীচতলায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হ”েছ। সাহিত্য আড্ডা সবার জন্য উম্মুক্ত।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com