প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
কুমিল্লার নাঙ্গলকোটে রওশন-রফিক একাডেমী ও হাছান-জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রবিবার সকালে রওশন-রফিক একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রওশন-রফিক একাডেমী সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমী সহ-সভাপতি আমেরিকা প্রবাসী আনিসুজ্জামান জয়।
রওশন-রফিক একাডেমী নির্বাহী সচিব মাস্টার আবু জাফর জাকিরের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমী প্রতিষ্ঠিতা ও সভাপতি রফিকুজ্জামানের কন্যা নাছরিন জামান তুহিন, পুত্রবধূ শেরিন রহমান, শিক্ষাবিদ ও সমাজ সেবক আমিনুল হক মাওলা, সমাজ সেবক আবু তৈয়ব মজুমদার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশিরুজ্জামান খানের সহধর্মিণী কোব্বাতুল খিদরা, ছাত্রনেতা আহসান উজ জামান তুষার, আনিসুজ্জামান জয় এর কন্যা জেবা জামান, ব্যবসায়ী আশরাফুল আলম উজ্জল, সৈয়দ আহাম্মদ, আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন অতিথি বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech