নাঙ্গলকোটে মেয়র আব্দুল মালেকের গণমিছিল

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

নাঙ্গলকোটে মেয়র আব্দুল মালেকের গণমিছিল

মাঈন উদ্দিন দুলাল- আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবদুল মালেকের সমর্থনে শুক্রবার বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয় থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে ব্যাংক চত্ত্বরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর এমরান বাহার, মহিন উদ্দিন ভূঁইয়া, আলা উদ্দিন, নিজাম উদ্দিন মজুমদার, রেজাউল হক প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ