মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউপির পুজকরা গ্রামে মা ও ভাবিকে হত্যাকারী আব্দুল হাইয়ের ছেলে ঘাতক সাইদুল হক সাইফুল ওরফে শিকির ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় পুজকরা গ্রামে আদ্রা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ঘাতক শিকি তার সৎ ভাতিজিকে বিয়ে করতে না পেরে তার আপন মা নুর জাহান বেগমকে কুপিয়ে ও সৎ ভাবি নুরুন নাহার বেগমকে জবাই করে হত্যা করে। বক্তারা খুনির পক্ষে কোন আইনজিবীকে সহায়তা না করার দাবী জানান। এই ঘটনায় পুলিশ ঘাতক শিকিকে আটক করে কারাগারে প্রেরন করে।
এসময় বক্তব্য রাখেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি হোসানুজ্জামান মেম্বার, ছাত্রনেতা মাহফুজুর রহমান, জোবায়ের হোসেন, আ’লীগ নেতা মইন উদ্দিন, ছাত্রলীগ নেতা মিলন মজুমদার প্রমুখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com