নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে নাঙ্গলকোট উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পিঠা, কুঠির শিল্পের স্টল প্রদর্শন করা হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মিল্টন চাকমা, থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম শহীদুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সদস্য সোহরাব হোসেন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঈম উদ্দিন, হুমায়ুন কবির, মহিবুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার জোনায়েদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ