মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামিরখিল গ্রামে জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজি মসজিদের অজুখানা ও শোচাগার বন্ধ করে দেয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা মসজিদ মাঠে মানববন্ধন করেন। গত কিছু দিন যাবৎ শ্যামিরখিল গ্রামের নুরুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা বেগম লোকজন নিয়ে নিজেদের জায়গা দাবী করে ওই প্রতিষ্ঠানের কিছু জায়গা দখল করে নেয় এবং কলেজ মসজিদের অজুখানা ও বাথরুম বন্ধ করে দেয়। যার ফলে মসজিদের নামাজ পড়তে আসা মুসল্লিরা চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তিলিপ দরবারের পীর মাওলানা শাহ সুফি আবু ছালেহ মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, মন্তলী রহমানিয়া ফজিল মাদরাসার প্রাক্তন প্রভাষক মাওলানা সফিকুর রহমান, জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজি মসজিদ ইমাম মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মসজিদের অজুখানা-বাথরুম খুলে দিয়ে মুসিল্লিদের নামাজ আদায়ের সুযোগ করে দেয়ার জন্য জোর দাবী জানান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com