নাঙ্গলকোটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

নাঙ্গলকোটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী:

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামানের সভাপতিত্বে হাছান জামিলা ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু তালেব।

নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, শহীদ মুনতাসীরের পিতা সৈয়দ গাজিউর রহমান, চট্রগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ওমর ফারুক সাগর, নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক সমর, কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূখ্য সংগঠক মাছুম বিল্লাহ, ছাত্র আন্দোলন নেতা জাহিদ আলম, হাছান জামিলা ফাউন্ডেশন সদস্য মাকসুদুল ইসলাম প্রান্ত, আব্দুর রহিম সুজন, সৌরভ ভূঁইয়া,হারুন অর রশিদ, ইসমাইল হোসেন সাগর, শরিফুল ইসলাম, শিবলু ও পারভেজ হোসেন, সাগর আহমেদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে সম্মাননা, নগদ অর্থ প্রদান ও আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন অতিথি বৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা.বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক, নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রিয়াজ উদ্দিন অন্তর, ছাত্র আন্দোলনে আহত আরমান উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সাধারণ সম্পাদক  বারী উদ্দিন আহমেদ বাবর, সদস্য সাইফুল ইসলাম, সাফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ