প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
নাঙ্গলকোটে বৃদ্ধ সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল ও নগদ টাকা বিতরণ
কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটে রওশন-রফিক একাডেমি এবং হাছান-জামিলা ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠান রবিবার দুপুরে রওশন-রফিক একাডেমির অঙ্গ প্রতিষ্ঠান "বৃদ্ধ সেবা কেন্দ্র ও নিবাস" কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রওশন-রফিক একাডেমী সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমী সহ-সভাপতি আমেরিকা প্রবাসী আনিসুজ্জামান জয়।
রওশন-রফিক একাডেমী নির্বাহী সচিব মাস্টার আবু জাফর জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমী প্রতিষ্ঠিতা ও সভাপতি রফিকুজ্জামান খানের কন্যা নাছরিন জামান তুহিন, পুত্রবধূ শেরিন রহমান, শিক্ষাবিদ ও সমাজ সেবক আমিনুল হক মাওলা, ব্যবসায়ী আশরাফুল আলম উজ্জল, সমাজ সেবক আবু তৈয়ব মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বশিরুজ্জামান খানের সহধর্মিণী কোব্বাতুল খিদরা, ছাত্রনেতা আহসান উজ জামান তুষার, আনিসুজ্জামান জয় এর কন্যা জেবা জামান, ব্যবসায়ী সৈয়দ আহাম্মদ, আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট পৌরসভার বিভিন্ন গ্রামের অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ করেন অতিথি বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।