নাঙ্গলকোটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

নাঙ্গলকোটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউস আবাদের জন্য ১ হাজার ৬শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ লক্ষ টাকার বিনামূল্যে বীজ ও সার উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, মেয়র আব্দুল মালেক, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এস ও জুনায়েদ হাসান।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ