নাঙ্গলকোটে বিআরটিএ’র অভিযানে ৪ সিএনজি জব্দ, ১০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

নাঙ্গলকোটে বিআরটিএ’র অভিযানে ৪ সিএনজি জব্দ, ১০হাজার টাকা জরিমানা

মাঈন উদ্দিন দুলাল- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা অফিসের তত্বাবধায়নে মঙ্গলবার সকালে জেলার নাঙ্গলকোট পৌরসদরের লোটাস চত্ত্বর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক। অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় ও ৪টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিক্সাকে ডাম্পিং এর জন্য থানায় প্রেরণ করা হয়। অভিযান পরিচালনা কালে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারী পরিচালক আব্দুল মান্নান, বিআরটিএ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক বলেন, অবৈধ যানবাহন চালকদের হুশিয়ার করতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। যে সকল যানবাহনের রেজিষ্ট্রিশন নেই ওই গাড়ী গুলো আটক করতে এখন থেকে নিয়মিত বিআরটিএ অভিযান অব্যাহত থাকবে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ