নাঙ্গলকোটে বালতিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

নাঙ্গলকোটে বালতিতে ডুবে শিশুর মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট উপজেলার বাহুড়া গ্রামের শহীদ উল্লাহর কনিষ্ঠ পুত্র মিনহাজ (১) রবিবার দুপুরে বৃষ্টিতে জমে থাকা বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশু মিনহাজকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া গ্রামের হাজী বাড়ির শহীদ উল্লাহর কনিষ্ঠ পুত্র মিনহাজ পরিবারের সবাই খাবার খেতে বসলে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমা হওয়া সামান্য পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরে থেকে শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খন্দকার বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল গিয়েছি। আমি শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক কামাল উদ্দিন বলেন, নাঙ্গলকোট থানার পুলিশ পোর্স গিয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

 

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ