নাঙ্গলকোটে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

নাঙ্গলকোটে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

মাঈন উদ্দিন দুলাল-  সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুদ্দিন কালু। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও বিধবা ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ