মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, নাঙ্গলকোট প্রেসক্লাব, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আ’লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক অধ্যাপক সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সহ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ র্যালী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com