প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব প্রেমী রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে মন্নারা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা মনজুর বিন হামজার সার্বিক সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী রবিবার সকালে চৌকুড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ব্লাড ক্যাম্পেইন দিনব্যাপী প্রায় ৩শতাধি শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে গ্রুপ নির্ণয় করা হয়। ফ্রি ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন করেন চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক।
ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিদর্শন করেন “মানব প্রেমী রক্তদান ফাউন্ডেশন” প্রচার সম্পাদক ফারভেজ, উপ-প্রচার সম্পাদক খালেদ সাইফুল্লাহ, গ্রুপিং নির্ণয় করছেন মোহাম্মদ ই¯্রাফিল, আব্দুল কাইয়ুম, হাসান মুন্সি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মির্জা মনজুর বিন হামজা সাংবাদিকদের বলেন, “হাসুক রোগী বাঁচুক প্রাণ, আমরা করব স্বেচ্ছায় রক্তদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অব্যাহত রেখেছি। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন। শিক্ষার্থীরা অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদানে উদ্ব্দ্ধু করতে ফ্রি ব্লাড ক্যাম্পেইন আয়োজন করেছি। আমাদের সংগঠনটি একঝাঁক তরুণ প্রজন্মদের নিয়ে গড়ে উঠেছে। স্বেচ্ছায় এমন মহৎ উদ্যোগ গুলো এলাকাবাসী খুবই আনন্দিত, শিক্ষাজীবনে পড়াশুনার পাশাপাশি এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech