মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল উপজেলায় প্রথম টিকা গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ টিকা’র নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রের উদ্বোধন করেন। রবিবার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেব দাস দেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম দফায় নাঙ্গলকোটে ৯৪২ ভায়াল টিকা এসছে, যা ৭ ফেব্রুয়ারী রবিবার থেকে ২ সাপ্তাহে ৯ হাজার ৪শ’ ২০ জনকে দেয়া হবে। দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল থেকে ২ সাপ্তাহ টিকা প্রধান করা হবে। উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও অন্যান্য পেশাজীবী’সহ ১শ’ ২০জন টিকা গ্রহণ করেন। যারা টিকা নিতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com