প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
নাঙ্গলকোটে প্রকাশ্যে চলছে জুয়ার আসর
মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোটে ঠান্ডা কালীর মেলার অজুহাতে উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের পিছনে, তেজের বাজার রেললাইনের পাশে, ঠান্ডা কালীর মেলার পিছনে একটি বাড়িতে, সিজিয়ারা বাজার চান্দলা, মোকরা ইউপির গোমকোট বাজারসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বসেছে জুয়ার আসর। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে জুয়ার বোর্ডে থাকা জুয়াড়িরা জানান, পুলিশ ও স্হানীয় কথিত সাংবাদিকদের অনুমতিক্রমেই আসর বসানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ঐতিহ্যবাহী ঠান্ডা কালীর মেলা শত শত বছর থেকে চলে আসছে, প্রতি বছর মেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বসে জুয়ার আসর, মেলা পহেলা মাঘ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়ার কথা থাকলেও এটি প্রায় দু'দিন আগে শনিবার থেকে শুরু হয়ে পহেলা মাঘ সোমবার রাত ১২ টার পরেও মেলার কার্যক্রম চলমান থাকে।
এই সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে পালন করা হয় মহা উৎসব। আসরে বসার পূর্বে অনুমতি নেয় অসাধু পুলিশ সদস্য ও কথিত সাংবাদিকদের। সোমবার দিনব্যাপী মেলার আয়োজনে উপজেলা প্রশাসন সর্বমোট ৮ লক্ষ ২৫ হাজার টাকায় মেলা ইজারা দিয়েছে। কিন্তু মেলা শনিবার থেকে শুরু হয়ে সোমবার গভীররাত পর্যন্ত চললেও দেখা যায়নি উপজেলা প্রশাসনের কোন তৎপরতা। সোমবার গভীররাত সরেজমিনে গিয়ে দেখা যায়, অসাধু পুলিশ সদস্য ও কথিত সাংবাদিকদের আশ্রয় বিভিন্নস্থানে চলছে জুয়া খেলা। বিষয়টি তৎক্ষণাৎ নাঙ্গলকোট থানার ওসিকে অবহিত করলে প্রায় দু'ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়রা জানান, এভাবে অসাধু পুলিশ ও কথিত সাংবাদিকদের আশ্রয় জুয়ার আসর বসলে ভবিষ্যৎ প্রজন্মের তরুণ ও যুবকরা ধ্বংস হতে বেশী সময় লাগবে না। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।