মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ইভিএম বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা লামইয়া সাইফুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহম্মেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল সিকদার, সহকারী ভূমি কমিশনার আশরাফুল হক, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুর নুর।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের কাছে আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিটা পদক্ষেপ উন্নয়নের পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। পূর্বে আমরা দেখেছি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হতো, এখন সেখানে আমরা ইভিএম সিস্টেম মাধ্যমে ভোট প্রদান করবো। এটি অত্যন্ত সহজ। ইভিএম ভোট দিতে গেলে স্মার্টকার্ড অবশ্যই জরুরী, কেননা এই কার্ডটি ব্যতীত ভোটারগণ ভোট দিতে পারবে না। কার্ডটি যখন ইভিএম মেশিনে ঢুকাবেন, তখন আপনার ছবিসহ পুরো তথ্য চলে আসবে, আর তবেই ভোটের মেশিনটি খুলবে। ইভিএম সিস্টেমে ভোট জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় যায় যেতে পারে,অনেকের মাঝে এখনো এই ধারণা রয়েছে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল।
Please follow and like us: