মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট গ্রামের উত্তর পাড়া পানিতে ডুবে দু’শিশু ইয়াছিন আরাফাত (৭) ও আব্দুল্লাহ আল-নোমান (৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নাঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত নাঙ্গলকোট গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে এবং আব্দুল্লাহ আল-নোমান একই গ্রামের প্রবাসী মাহবুবুল হকের বড় ছেলে।
জানা যায়, উপজেলার নাঙ্গলকোট গ্রামে গত সোমবার মাগরিবের নামাজের সময় শিশু আব্দুল্লাহ আল-নোমানের নানা নুরুল ইসলামের দোকানে দু’শিশু ঘুরতে যায়, পরে নুরুল ইসলাম তাদের দু’জনকে বাড়ি পাঠিয়ে দেয়। দু’শিশু অনেক রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে এবং বাড়ির সংলগ্ন রাম পুকুরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকালে ফজরের নামাজের সময় স্থানীয় মসজিদের ঈমাম রামপুকুরে তাদের দু’জনের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয় লোকজন দু’শিশুর লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাঙ্গলকোট পৌরসভার স্থানীয় কাউন্সিলর ছাদেক হোসেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com