প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২২, ১:০৯ অপরাহ্ণ
নাঙ্গলকোটে পিকআপ সিএনজি সংঘর্ষ, ড্রাইভার আটক
নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া নাঙ্গলকোট সড়কের ঢালুয়া নামক স্থানে একটি পিকআপ সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন গরুত্বর আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। পিকআপ এবং ড্রাইভারকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। শেখ ওয়াহিদুর রহমান আশিক বাদী হয়ে মামলা দায়ের করেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে উপজেলার ঢালুয়া নাঙ্গলকোট সড়কে ঢালুয়া থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে উপজেলার মাছুমপুর গ্রামের ৫ জন যাত্রী নিয়ে নাঙ্গলকোটে আসার পথে ঢালুয়া মুখি একটি পিকআপ (পিরোজপুর-ন ১১০০৮৩) সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘনটাস্থলে ৫জন গুরুত্বর আহত হয়। আহতরা হলেন শেখ শাখাওয়াত হোসেন ৩৫, শেখ নাজমা বাবু ৩০, সাদিয়া হোসাইন ১২, শাহেবা হোসাইন-৩, আহতদেরকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাঙ্গলকোট থানা (ওসি) ফারুক হোসেন বলেন, পিকআপ ড্রাইভার আদ্রা গ্রামের জহিরুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।