মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোট গুরু বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্নে পাটোয়ারী সুইটস এন্ড ফুড নাঙ্গলকোট শাখার সোমবার সকালে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, যুবলীগ নেতা কবির আহাম্মদ, কাউন্সিলর রাসেল মজুমদার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক এয়াছিন, যুব নেতা অহিদুর রহমান, এবায়েদুল হক, আবদুস সাত্তার, আলমগীর কবির চৌধুরী, শেখ ফরিদ, সোহাগ মজুমদার, এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণদার মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী ও আবদুর রাজ্জাক সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাও: আবু ইউছুফ। 2./ নাঙ্গলকোট শ্রীহাস্য আদর্শ উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্ভোধন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামে অবস্থিত শ্রীহাস্য উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্ভোদন অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যাবসায়ী আমান উল্লাহ আমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আফসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলী আক্কাছ তালুকদার। দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ইঞ্জিনিয়র এ এইচ এম মিরাজ, সহকারী প্রধান শিক্ষক মোঃ তামজিদ মাহবুব শিহাব মিয়াজি। এসময় উপস্থিত ছিলেন, কৈরাশ শংকরপুর ওয়ার্ড মেম্বার নুরুন্নবী। শ্রীহাস্য ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন মজুমদার, ডাঃ মুকবুল আহমেদ, আবুল আজাদ কালাম তালুকদার, আব্দুল খালেক মজুমদার, আব্দুল লতিফ মজুমদার, কামরুজ্জামান মেম্বার, অহিদুর রহমান মুন্সি, নুর মিয়া মেম্বার, আব্দুল আলিম মজুমদার, শহিদ উল্লাহ মিয়াজি, মুলকুতুর রহমান মিয়াজি, আব্দুল খালেক, প্রমুখ।