প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের তুলাগাঁও গ্রামে পরকিয়া প্রেমিক সন্দেহে এক প্রবাসীর ঘর থেকে শনিবার দিবাগত রাতে স্থানীয় মক্রবপুর বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করে ওই প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন, ভাতিজা ইউসুফ-সহ স্থানীয়রা । আশিকুর রহমান তুলাগাঁও গ্রামের তাহের সওদাগর বাড়ির আবুল খায়েরের ছেলে। পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ গভীর রাতে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী ও যুবক আশিককে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার দুপুরে উভয় পক্ষের মাঝে দফারফা হয় বলে জানান ওই নারীর ভাসুর ইসমাইল হোসেন।
অভিযুক্ত আশিকুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আটককৃত নারীর ভাসুর ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি চেয়ারম্যান-সহ স্থানীয় গণ্যমান্যরা মিলে উভয় পক্ষের মাঝে মিমাংসা করে দিয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবা শীষ চৌধুরী বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে স্থানীয় ক্ষুব্ধ জনতার হাত থেকে ৭মাসের অন্তসত্বা এক নারী ও এক বিকাশ ব্যবসায়ীকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ ভুলবুঝাবুঝি হয়েছে মর্মে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech