নাঙ্গলকোটে নির্বাচন বর্জনে বিএনপির বিক্ষোভ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

নাঙ্গলকোটে নির্বাচন বর্জনে বিএনপির বিক্ষোভ ও লিফলেট বিতরণ
নাঙ্গলকোট প্রতিনিধিঃ
 নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার বিএনপি উদ্যোগে নির্বাচন বর্জন ও তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ শেষ করে।
এ-সময় বিক্ষোভকারীরা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে ডামী নির্বাচনের লিফলেপ বিতরণ করেন। বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ও আগামী ৭ জানুয়ারী নির্বাচন বর্জনের সাধারণ জনগণকে আহবান করেন।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন (ছোট নয়ন), যুগ্ম আহবায়ক জহিরুল কাইয়ুম, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, কৃষক দলের আহবায়ক আবুল হাসেম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু আহমেদ, যুব নেতা আবদুর সাত্তার, কবির খাঁন, ছাত্রনেতা আমির হামজা মুন্না, ফরহাদ, হারুন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ